সানজিদা আক্তার
তোমাকে দেখিবো বলে
স্বপ্ন এঁকেছি মনের গহীনে,
খোদার দরবারে জানিয়েছি
বহুবার মিনতি ক্ষণে ক্ষণে।
দরুদ সালাম ওগো তোমার সমীপে
পাঠালাম এই আমি,
একবার দেখা দেও হে মরুর দুলাল
স্বপ্নের আসনে তুমি।
কত সাধ আর প্রেমের মালা গেঁথেছি
আহা তোমারই জন্য,
স্বপ্নের গহীনে দেখা দেও হে প্রিয়
হবে এই অভাগিনী ধন্য!
আরব দেখেছে তোমায় করেছে আপন
সোনার সেই মদিনা,
আমি অভাগী পরে আছে দূরপ্রান্তে
এ ব্যাথা যে আর সয় না।
১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
২৭ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে