বড়লেখায় রাহিমুল সাজিদ (৭) নামে এক শিশু খালে ডুবে মৃত্যু হয়েছে। সাজিদ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের ছোট ছেলে। নিহত শিশুর স্বজনরা জানান,বৃহস্পতিবার বিকেল ২ টার দিকে দেওছড়া খালের পাশে বন্ধুদের সাথে খেলছিল। একপর্যায়ে সে খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে সাজিদের সাথে থাকা বন্ধুরা বিষয়টা তার পরিবারকে জানায়।পরে সাজিদের আত্বীয় স্বজন ও এলাকার যুবক,তরুণ মুরব্বিরা খালে নেমে অনেক খোঁজাখোঁজি করে শিশুটিকে পায়নি।পরে উপজেলা প্রসাশন, ফায়ার সার্ভিসে খবর দিলে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে সন্ধ্যা ৮ পর্যন্ত শিশুটিকে খোঁজে না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে।কিন্তু স্বজনরা ও এলাকার যুবক,তরুণদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থেকে প্রায় ৮ ঘন্টা পর রাত ১০ টার দিকে বালিশকোনা কালভাটের কাছে বাশ বাগানের নিচে বড় পাথরের সাথে আটকে থাকা অবস্থায় সাজিদের নিথল দেহ খোঁজে পায় তারা। বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা বৃহস্পতিবার রাতে বলেন, খালের পানিতে পড়ে সাজিদ নামে এক শিশু নিখোঁজ হয়। আমরা বিকেল ৪টার দিকে খবর পাই। পরে সিলেট থেকে ডুবুরি দল এসে খালে নেমে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু রাত ৮টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে ওই শিশুর কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানোর কথা ছিল। যেহেতু ওই শিশুর নিথল দেহ পাওয়া গেছে, তাই উদ্ধার অভিযান স্থগিত করা হবে।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, খালের পানি থেকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
১ ঘন্টা ১৭ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে