কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৮ জন নিখোঁজ এর মধ্যে আয়শা নামের ৫ বছরের ১শিশু উদ্ধার করা হয়েছে।
গত বুধবার সন্ধায় বজরা পুরাতন বাজার থেকে জয়নাল আবেদীনের পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরাসহ একটি নৌকা করে তিস্তা নদী দিয়ে বিরহিমের চরে আত্মীয়র বাড়ীতে দাওয়াত খেতে যায়। পাশাপাশি তারা ৯' শ একর সোলার পাওয়ার প্লান্ট দেখে ফিরে আসছিল। পৌঁছাবার পূর্ব মূহুর্তে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায় ৷ এসময় নৌকায় ২৬ জন যাত্রী ছিল। এদের মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ৭ জন নিখোঁজ রয়েছে ও ১ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা জানান, প্রবল স্রোতের বিপরীতে আসতে গিয়ে এ বিপত্তি ঘটে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।