সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র পরিদর্শনের পর আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ আহবান জানান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী। সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইন-শৃঙ্খলাবাহিনী। তবে রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার। পুলিশ আপনাদের বন্ধু।’
প্রশ্ন ফাঁসকারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে আগেও আইন-শৃঙ্খলাবাহিনী কঠোর ছিল। আগামীতেও থাকবে।
অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসূফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬ ঘন্টা ৩ মিনিট আগে
১৬ ঘন্টা ৮ মিনিট আগে