সাবেক প্রাচীন মহকুমা শহর রামগড় খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত রামগড় উপজেলার সুশীল সমাজের আয়োজনে প্রাচীন মহকুমা শহর রামগড়ের মর্যাদা পুনরুজ্জীবিত ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহ:বার (১৩ মার্চ) পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৯৮ নং আসনের সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯২০ সালের সাবেক মহকুমা শহর রামগড়ের অতীতের মর্যাদা- ভাবমূর্তি, শিক্ষা- সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পাহাড়ি- বাঙ্গালী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে ভেদাভেদ ভুলেগিয়ে একযোগে কাজ করার আহবান জানান।
এ সময় সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু'র সঞ্চালনায় ও সাংবাদিক বাহার উদ্দিন এর সার্বিক সহযোগিতায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সুশীল সমাজ, বিভিন্ন ধর্মের ধর্মীয় ইমাম ও গুরু, শিক্ষক, ব্যবসায়ি, হেডম্যান- কারবারি, গন্যমান্যব্যাক্তিবর্গ, জেলা- উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ - সামাজিক- সাংস্কৃতিক প্রতিনিধিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
২ ঘন্টা ২১ মিনিট আগে
৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ৪৪ মিনিট আগে