মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে কুতুবদিয়ায় জমে উঠেছে ঈদ বাজার এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন প্রাথমিকভাবে অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও ঝিনাইগাতীতে নবযাত্রা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অফিস গৃহে জোরপূর্বক তালা, কার্যক্রম ব্যাহত হিন্দু সম্প্রদায়ের সুখ দুঃখে পাশে আছে বিএনপি নিজ কর্মস্থলে আসছেন না তিনদিন ধরেআত্নগোপনে বরিশালে (এডিসি) রাসেদুল ইসলাম নারী নেতৃত্বে "রাজবাড়ী জেলা সংসদ" (রাজেস) এর আত্মপ্রকাশ রমজানে সুস্থতা: সঠিক অভ্যাসে প্রাণবন্ত থাকুন মোংলায় সেই ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার শৈলকুপায় আলোচিত গড়াই নদীর কুমির জাল দিয়ে ধরলো গ্রামবাসী পৌর পানি সংকটে সাতক্ষীরা শহরবাসি নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত পেশাজীবীদের সম্মানে জামায়াতে ইসলামী সিরাজপুর ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত কৃষকদের সাথে মতবিনিময় সভা ও কৃষি মাঠ পরিদর্শন অনুষ্ঠিত রাজশাহী কলেজে শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শিয়ালকোলে বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি, দশ লাখ টাকার মালামাল লুট

শিয়ালকোলে কৃষকের বসতবাড়ীর গেট ও দরজা ভেঙ্গে তিন ভরি সোনা, নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। 


মঙ্গলবাব রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের মল্লিকপাড়ায় এ চুরির ঘটনা ঘটেছে।


জানা যায়, ধুকুড়িয়া গ্রামের মল্লিকপাড়ার কৃষক হায়দার মল্লিক গত শনিবার (২৭ জুলাই) সকালে জমিতে হাল চাষ করতে যায়। জমি চাষের সুবিধায় আইল কাটলে স্থানীয় ছেলেরা বাঁধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে হায়দার মল্লিক মারধরের শিকার হয়। ওই দিন ১২টার দিকে রহমত আলির মোটরসাইকেল যোগে একই মহল্লার মৃত চাঁদ আলীর পুত্র এমদাদুল সরকার শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে জহুরুলের বাড়ীর সামনে পৌঁছলে হায়দার মল্লিক গতিরোধক করে বেধড়ক পেটাতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে শিয়ালকোল ৫'শ শয্যা বিশিষ্ট শহীদ এম মনসুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে পরেরদিন তার বড় ভাই জালাল সরকার বাদী হয়ে একই মহল্লার মৃত আজাহারের পুত্র হাযদার মল্লিকসহ তিনজনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে পুলিশের ভয়ে অন্যত্র থাকায় আজ মঙ্গলবার মধ্যে রাতে বাড়ীতে থাকা হায়দার আলীর দুই মেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় ৮থেকে ১০ জন দেশীয় অস্ত্র ঠেকিয়ে হায়দার মল্লিককে খুঁজতে থাকে। এসময় তাকে ও অন্যান্য সদস্যদের না পেয়ে বাড়ীতে থাকা ট্রাঙ্কের ভিতর নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়। যাওয়ার সময় হায়দারের দেখা পেলে মৃত্যু নিশ্চিত করে চলে যেতেন বলে জানান দুষ্কৃতকারীরা।


এ বিষয়ে হায়দার মল্লিকের বড় মেয়ে খাদিজা বেগম বলেন, জমিতে আইল কাটাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের দুই পুত্রসহ এমদাদুলের আত্মীয় স্বজনেরা মধ্য রাতে দেশীয় অস্ত্র গলায় ঠেকিয়ে বাড়ীঘরে হামলা, নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ তিন ভরির বেশি সোনা নিয়ে যাওয়ার সময় বাবা হায়দার আলীকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে আত্মচিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসে এবং ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষনিক পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আযম তালুকদার বলেন, সৃষ্ট দ্বন্ধ নিয়ে আগামী শুক্রবার বৈঠক বসার কথা আছে। এরই মধ্যে এমদাদুলগংরা থানায় অভিযোগ দিয়েছে। তবে আজকের ডাকাতির বিষয়টি এখনো জানি না। 


সদর থানার এসআই (উপ-পরিদর্শক) সাইফুল ইসলাম বলেন, আগের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। চুরি হওয়ার বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে।

আরও খবর