শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভোটবিহীন অবৈধ কমিটি বাতিল ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে সাধারণ ব্যবসায়ী সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যের শিকার সাধারণ ব্যবসায়ীরা এ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম, চেম্বারের পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বারভিডার সাবেক সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি এসএম নুরুল হক, সাবেক চেম্বার পরিচালক আবদুল মান্নান রানা, মাহবুব রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম চেম্বার অব কমার্সকে একটি গোষ্ঠী
স্বমানধন্য ব্যবসায়ীকদের বাদ দিয়ে ভোটবিহীন কমিটির মাধ্যমে অবৈধভাবে দখল করে
পারিবারিক ক্লাবে পরিনত করেছে। সভায় বক্তরা অনতিবিলম্ব বর্তমান চেম্বার পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করেন এবং মেম্বারশিপ সহজীকরণ করে চট্টগ্রামের ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করার আহবান জানান।
উক্ত সমাবেশে চট্টগ্রাম চেম্বারের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার নিয়ে অংশ নেন।
২ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১২ ঘন্টা ২ মিনিট আগে