কুড়িগ্রাম জেলার উলিপুরে বিদ্যুৎ স্পর্শে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম এমদাদুল হক(৪৫)।
তিনি উপজেলার তবকপুর ইউনিয়নের জহুরিয়া পাড়ার পনির উদ্দিন মাস্টারের ছোট ছেলে।
তিনি ২৪ আগষ্ট শনিবার সকাল ৭ টার দিকে পার্শ্ববর্তী কাজলডাঙ্গা বিলে তার নিজের জমিতে অন্য এক ব্যক্তিসহ ঘাস নিড়ানি দিতে যান। নিড়ানির শেষ পর্যায়ে সাড়ে ১১টার দিকে জমিতে পড়ে বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন। পাশাপাশি এলাকার লোকজন এসে দেখেন তিনি মারা গেছেন।
উলিপুর থানার এস আই আতিকুজ্জামান আতিক ঘটনাস্হল পরিদর্শন করছেন।
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। উলিপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।