মুক্ত পাখি খাঁচার পাখির আনন্দ জানে না, খাঁচার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও একদিন মুক্ত ছিল।
এই চিন্তা চেতনাকে মাথায় রেখে নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম পিপিএম নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে আটককৃত খাঁচাবন্দী ২৫ টি শালিক কে, মঙ্গলবার ১৫ নভেম্বর দুপুরে নিজ কার্যালয়ের সামনে এসব পাখিকে অবমুক্ত করেন।
ডিবি সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২৫ টি খাঁচাবন্দী শালিক আটক করে৷ পাখিগুলো জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসলে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব পাখি অবমুক্ত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শালিক গুলো আটক করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যায়।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম বলেন বন্যপাখি যেন বিলুপ্ত না হয় সেই লক্ষ্য জেলা পুলিশ নোয়াখালীর এ ধরনের অভিযান চলামান থাকবে। বন্যপাখি ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ বন্ধের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।
১ ঘন্টা ১ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ ঘন্টা ৪১ মিনিট আগে
২১ ঘন্টা ২ মিনিট আগে