শিবচরে সনাতন হিন্ধু ধর্মের বৃহত্তম উৎসব দুর্গা পুজার সার্বিক খোজ খবর নিয়েছেন উপজেলা বিএনপি নেতা জা.কা. নুরুদ্দীন মোল্লা। গতকাল তিনি ঝটিকা সফরে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে উপজেলার পাচ্চরে ও শিবচর পৌরসভার কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন নুরুদ্দীন মোল্লা।এ সময় তিনি বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরে সকলেই পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে শিবচর সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে শিবচরের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপুজা উৎসব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে এসেছি। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি। এ সময় তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে শিবচরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাছ করে যাচ্ছি। সবাই নিয়ে ভাল থাকতে চাই। এসময়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রত্যেকটি মন্ডপে শুভেচ্ছা উপহার দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদ চেয়ারম্যান, যুগ্ম-আহবায়ক মাহবুব মাদবর, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খান সেলিম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাহজাহান মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন খান, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ইউনুস গোমস্তা।
৩ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৩২ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ দিন ২৮ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে