শ্যামনগরে জলমহল ও পানি ভিত্তিক অধিকার বিষয়ক তিনদিন ব্যাপী এ্যাডভোকেসি
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ নদ-নদী ভূপ্রকৃতি মানুষের সংস্কৃতির একটি অংশ। কিন্তু উপকূলের নদ-নদী জলাশয় গুলি যেন বহুবিধ সমস্যায় জর্জরিত। পানি প্রাপ্তি সকলের অধিকার ,জলাশয়ে উন্মুক্ত ভাবে মৎস্য সম্পদ আহরণের অধিকার রয়েছে। এ সকল কথা গুলি বলছিলেন ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সিএনআরএসের আয়োজনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত জীবনযাত্র/এডভোকেসির উপর পানি ভিত্তিক সিবিও এর উপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা।
তারা আরও বলেন এলাকায় জলমহল গুলির লিজ বন্ধ করা, উপজেলার খালগুলি পুনঃখনন ব্যবস্থা করা, উন্মুক্তভাবে মৎস্য সম্পদ আহরণের ব্যবস্থা করা, হারিয়ে যেতে বসেছে এমন মৎস্যের প্রজনন বৃদ্ধি করা ,মৎস্য আইন মেনে চলার ব্যাপারে গুরুত্বারোপ করা সহ অন্যান্য বিষয়।
তিন দিন ব্যাপী কর্মশালায় জলমহল নীতিমালা,পানি ভিত্তিক সংগঠন, সুশাসন,প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা,চিরস্থায়ী বন্দোবস্ত আইন ও প্রতিকার সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি ও সহায়ক উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, আ্যাড.জি এম মুনসুর রহমান ,সিএনআরএসের প্রজেক্ট ম্যানেজার স্বরুপ কুমার চৌহান, সাইট অফিসার শহিদুল ইসলাম,নাজিম আহম্মেদ প্রমুখ।
উপজেলার এ্যাডভোকেসি গ্রুপ,আইপিএম কৃষি ক্লাব সদস্য,কৃষক সমবায় সমিতির সদস্য,জলবায়ু পরিষদ সদস্য ,যুব সদস্যবৃন্দ,কৃষক গ্রুপ সহ অন্যান্য পেশাজীবি পঁচাত্তর জনের অংশ গ্রহণে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ছবি- শ্যামনগরে জীবনযাত্র উপর পানি ভিত্তিক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।