উদ্ধত চলন
মোহাম্মদ ইলিয়াছ
ফলভারে সব গাছ হয় নাকো নত
তাই দেখি তালগাছ হয় উদ্ধত
ফলভারে নত হবে এটা স্বাভাবিক
অহেতুক মাথা তুলে কুড়ে নেবে ধিক।
কিছু লোক সে কথাটি ভুলে বেমালুম
অহং এ পুড়ে তার কাটে নির্ঘুম
ধরাকে সে সরা জ্ঞান করে প্রতিদিন
কথা দিয়ে বিঁধে দেয় গায়ে আলপিন।
এমন লোকের তরে ঘেঁষা বড় দায়
সারাক্ষণ বক বক গীত গেয়ে যায়
তার কাছে ছোট সবে কেউ নয় বড়
মিথ্যের ফুলঝুরি করে জড়োসড়ো।
সুঁই যেথা চলে নাকো সেথা চলে রড
তার কথা শুনে বাড়ে হৃদয়ের ঝড়
কথা তার সদা ফলে এই তার দাবি
চাপা তার সবখানে কীর্তির চাবি।
বুদ্ধিতে পাঁকা নয় চাপা ঠিক বড়
কথা দিয়ে করে ফেলে লোক জড়োসড়ো
কথা শুনে মাথা যদি নাড়ে ঠিক মতো
বলে যায় সাতপাঁচ সে যে অবিরত।
আচরণে বিনয়ের ছিঁটেফোঁটা কই
উদ্ধত চলাফেরা কথাতেই খই
পতনের সুর এসে দিয়ে যায় দোলা
জীবনের বালুচরে সে যে পথভোলা।
মোহাম্মদ ইলিয়াছ
লেখক ও কবি
১২ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৪ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২৫ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
২৫ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
২৭ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
২৭ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে