অবশ হয়ে এলো আজ এ দুটি পা,
যত্ন নেওয়ার নাই তো কেহ, কোথায় তুমি মা?
দুঃখ গুলো এই বুকেতে, দিয়েছি আমি চাপা,
অসুখ হলে বলে না তো কেউ, খা রে মিয়াদ নাপা।
২ বেলাতে ভাত, একবেলা খাই রুটি,
চাচ্ছি আমি বাড়ি যেতে, পাবো কবে ছুটি?
পেট টা কভু ভরলো কী না, নাহি কোনো খেয়াল,
৫০ টাকায় খেতে হবে, টানা আছে দেয়াল।
বাড়িওয়ালা খুঁজছে আমায়, ৫ টি দিন ধরে,
বেতন কভু পারিনি দিতে, থাকি দূরে দূরে।
ভার্সিটি তে করি ক্লাস, ৮টা থেকে ৫ টা,
না বুঝেই নাড়াই মাথা, লেগে আসে চোখটা।
তিনবেলাই একই খবর , নিচ্ছে তোমার মন,
পাবো না খূঁজে কখনও আমি, এমন আপনজন।
গরম পানি বিনা করিনি গোসল, বাড়িতে কোনোদিন,
এখন কভু ঠান্ডা পানি, মিলে প্রতিদিন।
ভোর রাত্তিরে ফ্যানটা তুমি, করে দিতে অফ,
এখন কভু বুকের মাঝে, জমে আছে কফ।
অসুস্থতায় ভূগছো তুমি,কতটা দিন ধরে,
দেখতে যেতে পারিনি আমি, রয়েছি অনেক দূরে।
দিয়েছি কত দুঃখ তোমায়, হয়তো বুকে জমা,
ভুল বুঝে আজ বৃষ্টি চোখে, করবে কী আমায় ক্ষমা?
৭ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে