আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় রেললাইন পারাপারের সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবা শ্রবনবন্ধী কোরবান আলী (৩০) ও তার মেয়ে কোহেলী (১০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সান্তাহার রেলওয়ে থানা এলাকার চক বিজ্রের নিকট এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তার মেয়ে কোহেলী।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শ্রবনবন্ধী কোরবান আলী ও তার মেয়ে কোহেলী ঘটনার সময় রেললাইন পারাপার হচ্ছিলেন। এসময় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় তারা চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দ্বিখন্ডিত হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।