কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিশাল তাফসিরুল কোরআন মাহফিল স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তাশরিফ পেশ করবেন বগুড়া দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামিক স্কলার কারী আবদুল্লাহ আল আমিন, ঢাকার মুগদা বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আজহারী, ঢাকা ন্যাশনাল আইডিয়েল কলেজের অধ্যাপক মাওলানা লোকমান হোসেন, সভাপতিত্বে করবেন মধুগ্রাম ঝিনারহাট ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক সংগীত পরিবেশন করবেন শিল্পী মসিউর রহমান ও ওয়ায়দুল্লাহ তারেক।
এ উপলক্ষে বুধবার সকালে মাহফিলের সার্বিক প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ব্যবস্থাপনা কমিটি। সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক মাওলানা নুর আহম্মদ, সদস্য মাওলানা ইয়াছিন, মাওলানা আমিনুল ইসলাম, জামাল উদ্দিন লিটন, হাফেজ মনির হোসেন, অবসর প্রাপ্ত বিডিআর সদস্য আবুল খায়ের প্রমুখ।
সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন মজুমদার বলেন, দীর্ঘ ২৭ বছর পর অনুষ্ঠিত মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সমাজ কল্যানের নেতৃবৃন্দ। এ মাহফিলে আশ পাশ এলাকার ১০ সস্রাধিক লোকের ধারনক্ষমতা সম্পন্ন প্যান্ডেল তৈরি কাজ শেষ পর্যায়ে। মাহফিল সফল করার লক্ষে তিন শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।
১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ ঘন্টা ২১ মিনিট আগে
৭ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে