যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন নারিকেলবাড়ীয়া ইউনিয়নের ধুপখালী গ্রামের অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক ইরাদৎ মাষ্টার হ্রদরোধে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী ওয়া ইন্নালিল্লাহীর রাজীউন।তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না অত্যন্ত সাদামনের মানুষ ছিলেন।তারহাত ধরে এমনকি তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকে বড় বড় সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে এখনো চাকরী করছেন।প্রায় একমাস ধরে নিজ বাড়ীতে স্ট্রোক করে প্রথমে তার পরিবারের সদস্যরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে এবং অবস্থার অবনতি হলে আবার দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি বুধবার দুপুর ২ টার দিকে মৃত্যুবরন করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৩ ছেলে ও মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী ও একজন মেয়ে দয়ারামপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।মরহুম এই শিক্ষকের জন্য পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।