গোদাগাড়ী পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিকেল ৪ টার সময় লালবাগ হেলিপ্যাড মাট প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ মোঃ রিফকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সামজাদ আলী।
৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম খোকা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মান্নান ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈবুর রহমানের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রুলু, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশীদ প্রমুখ।
কর্মী সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান গম্ভীরা পরিবেশন করা হয়।