রাজশাহীর গোদাগাড়ীতে সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে গোদাগাড়ী উপজেলা পরিষদ হল রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ দুরুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ।
সার্জেন্ট মোহাম্মদ মোজাফফর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল হক।
সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদের জন্য কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সার্জেন্ট (অবঃ) মোঃ আসাদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ল্যান্ড কর্পোরেল (অবঃ) মোঃ সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সার্জেন্ট মোঃ বুলবুল আহমেদ।
সম্মেলনে সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ আগত অতিথিগণ উপস্থিত ছিলেন।