কুড়িগ্রাম জেলার উলিপুরে২০২৪-২০২৫সেশনে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম স্হান অর্জনকারী তৌফিকুর রহমান তরঙ্গকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ জানুয়ারী শনিবার সকাল ১১টায় উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্দোগে একাডেমি চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক শিক্ষক এম শাহিন আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব ও মেধাবী শিক্ষার্থী তরঙ্গের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান সেলিম।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী মোঃ আনাস আলীর কোরআন শরিফ তেলায়তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাজিমখাঁন মহিলা মাদ্রাসার শিক্ষক নুর আমিন, দলদলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল হাসান গোলজার, বিএনপি নেতা মহসিন আলী, থেতরাই কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মনু, সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মোফাচ্ছির মাওলানা মোশাররফ হোসেন, কিশোরপুর এন ইউ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির পরিচালক নুরুন্নবী আযাদ আবু প্রমূখ। সম্বর্ধনায় কৃতি শিক্ষার্থী তরঙ্গকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। সম্বর্ধনায় কৃতি শিক্ষার্থী তরঙ্গ সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমি ভবিষ্যতে মানবিক ডাক্তার হিসেবে সকলের সেবা করবো ইনশাআল্লাহ। তরঙ্গের বাবা বলেন, দেশ ও মানব জাতির কল্যাণে ছেলেকে উৎসর্গ করেছি। এখন তরঙ্গ সবার। সারা দেশের। প্রধান অতিথি মিজানুর রহমান বিপ্লব বলেন, একজন মা পারে সন্তানকে সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে। সন্তান বড় সম্পদ তাদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলেন।
১ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে