রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে বসুরহাট বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন। তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুশাসিত, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। এই লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হচ্ছে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মনির হোসেন মনির, সদস্য সচিব শাহ আলম, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোরছালিন হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান টিপু এবং যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন।
কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জনগণের মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছি। রাষ্ট্র মেরামত আমাদের সময়ের দাবি, আর এই দাবিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শিহাব, কামাল উদ্দীন আলো, আলাউদ্দিন জিকু, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন স্বপন, সদস্য সচিব আব্দুল আওয়াল এবং সদস্য কামাল উদ্দীন কামাল।