বিশুদ্ধ জ্ঞানের ভান্ডার হচ্ছে বই। বই পাঠকের পরম বন্ধু। কথা আছে- 'প্রেম মানুষকে মহৎ করে'। সেই প্রেম যদি হয় বই প্রেম, তাহলে তো মহত্ত্বের বিশালতা কত্ত যে সুগভীর তা এক দুই কথায় বলে প্রকাশ করা সম্ভব নয়। হৃদয়ের মানুষ, নিকট আত্মীয় বন্ধু-বান্ধব সকলে ফেলে চলে গেলেও বই কখনো ফেলে চলে যায় না।
বই মানুষের মুক্তির ধারক ও বাহক।
সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে সাথে বইয়ের দাম ও বেড়ে চলছে বহুগুণে।
সেই সাথে বৃদ্ধি পেয়েছে কালি,কাগজ ও কলমের দাম। উচ্চবিত্ত পরিবারের বই প্রেমি মানুষেরা বই কিনে পড়তে পারলেও আমাদের সমাজে অনেক নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণির পাঠকদের বই কিনে পড়া দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে । যা পাঠকের হৃদয়ে হতাশার ছাপ নিয়ে আসছে। বইয়ের মূল্য বৃদ্ধিতে সাধারণ পাঠকের টিকে থাকা কঠিন হয়ে দাড়িয়েছে। যার ফলে মানুষ বই পড়ায় উৎসাহ হারাচ্ছে ।
পাঠকসংখ্যা হ্রাস পাচ্ছে। এভাবে পাঠক সংখ্যা যদি দিন দিন হ্রাস পায় তবে, লেখক ও প্রকাশকের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে ।
বইয়ের দাম হ্রাসে কর্তৃপক্ষের দৃষ্টিতে আকর্ষণ করছি।
বই সুচিন্তিত মতামত ও আদর্শ সমাজ ও জাতি গঠনের প্রতীক।
লেখক : সজিব হোসেন
শিক্ষার্থী বাংলা বিভাগ
ঢাকা কলেজ।