শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে এন. জে সিনহা আইডিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রংপুর মহানগরের ৯নং ওয়ার্ড মনাদর এলাকায় স্কুল চত্ত্বরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এন. জে সিনহা আইডিয়াল মডেল স্কুলের উপদেষ্টা খন্দকার মো. সাহেদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক নুর মোহাম্মদ সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপি সদস্য সচিব ও রংপুর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আনিছুর রহমান লাকু। বরেণ্য অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী। ক্রীড়া উদ্বোধক ছিলেন আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য ফজলুর রহমান বাদল, রংপুর বিভাগের জিয়া মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, এন. জে সিনহা আইডিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।