মুন্সিগঞ্জের শ্রীনগরের একটি পুকুর থেকে বস্তাবন্দী এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের দাবি, সিরাজদিখান থেকে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখে'র (১৬) মরদেহ হতে পারে এটি। এমন খবরে ওই পুকুর পাড়সংলগ্ন বাসিন্দা ও রোমান শেখ অপহরণ মামলায় গ্রেপ্তার আসামি সায়েদ ফকিরের ছেলে মো. সিয়াম ও মানিক শেখের বাড়ি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।
নিখোঁজ রোমান শেখ (১৬) সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে বেলতলী জি.জে. উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এক ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট। অভাবের কারণে রোমান পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত। গত ২১ জানুয়ারি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ২৬ জানুয়ারি রোমানের বাবা মিরাজ শেখ বাদী হয়ে মো. সিয়াম (১৭), মানিক শেখ (১৭), রাসেলসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ৫ জনকে আসামি করে সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় ২৬ জানুয়ারি মানিক ও সিয়ামসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
১৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে