নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

"টুঙ্গিপাড়া থেকে মিঠামইন: কাঁদামাটির রাষ্ট্রপতি" প্রমাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-12-2022 03:25:38 pm


◾ আর এস মাহমুদ হাসান 


বাংলাদেশের প্রথম মহামান্য রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১তম মহামান্য রাষ্ট্রপতি জনাব মো: আব্দুল হামিদকে নিয়ে লেখা বই "টুঙ্গিপাড়া থেকে মিঠামইন: কাঁদামাটির রাষ্ট্রপতি" প্রমাণ্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে। বইটির ISBN নাম্বার ৯৭৮-৯৮৪-৩৫-৩০০৫-৯।


বাংলাদেশের প্রথম মহামান্য রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ বার ও ২১তম মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ ৩ বার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এই দুইজন রাষ্ট্রপতির ছোটবেলা কেটেছে গ্রামের কাদা-জল, মেঠো পথ ও প্রকৃতির খোলামেলা পরিবেশে। বর্ষার কাদা-মাটি, জল আর হিজল তমালের ছায়ায় গড়ে তুলেছেন নিজেদেরকে। তাঁদের নিয়ে এই প্রামাণ্য গ্রন্থটি রচিত হয়েছে। গত ১২ অক্টোবর গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মণি।


বইটির লেখক কৃষিবিদ প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, "বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে জানতে হলে, বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। এই দুই সত্তাকে আলাদাভাবে দেখার চেষ্টা যারা করেছেন তাঁরা ব্যর্থ হয়েছেন। আজকের বাস্তবতা এর সবচেয়ে বড় প্রমাণ। মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে, নোঙ্গর ফেলুক বঙ্গবন্ধুর ‘সোনার বাংলায়’। জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবনের বিশ্বস্ত অনুজপ্রতিম সহচর বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক, প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২১তম মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ তদানিন্তন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার নিকলী থানার মিঠামইন হাওড়ের অজপাড়াগাঁ কামালপুরে ১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৫৯ সালে এখনকার গৌরবময় ছাত্রলীগের সাথে সংযুক্ত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তাঁদের দুইজন কে নিয়ে এই প্রামাণ্য গ্রন্থটি রচিত হয়েছে"।




"টুঙ্গিপাড়া থেকে মিঠামইন: কাঁদামাটির রাষ্ট্রপতি" প্রমাণ্য গ্রন্থটির লেখক কৃষিবিদ প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইস্কুল ও খুলনার সরকারি বি এল কলেজ থেকে প্রথম বিভাগে যথাক্রমে এসএসসি ও এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে প্রথম শ্রেণীতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাস্টার অব সায়েন্স ডিগ্রি এবং প্রথম শ্রেণীতে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। আমেরিকার টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয় থেকে বোরলগ ফেলোশিপ ও দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ও ল্যাটিন আমেরিকা, জামার্নি, জাপান, কোরিয়া থেকে ২ বার করে মোট ৮ বার পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, জামার্নি, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে ১৯ বার উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন ।


মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদানের চেক গ্রহণ করেন। বাংলাদেশের ৩ জন মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে ৩ বার স্বর্ণপদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে "সেরা প্রকাশনা পুরষ্কার ২০১২" অর্জন করেন । শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর কাছ থেকে শিক্ষায় উন্নত গবেষণা অনুদানের চেক (২০১৭-২০১৯), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে "লাইভস্টক ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড-২০১৯" ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছ থেকে "কাশিয়ানী উপজেলার কৃতি সন্তান সম্মাননা পদক-২০২০" গ্রহণ করেন । মুজিববর্ষ উপলক্ষে লেখকের লেখা "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ সততা, মানবিকতা ও উন্নয়নের প্রতীক" ISBN: ৯৭৮-৯৮৪-৩৪-৮৩৫৯-১ ও "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়" ISBN: ৯৭৮-৯৮৪-৩৪-৮২৯৬-৯ নামে দুটি বই প্রকাশিত হয়েছে যাহা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বই দুটি বিগত ১৭ই নভেম্বর, ২০২১ তারিখে সশরীরে মহামান্য রাষ্ট্রপতিকে প্রদান করা হয়েছে। 




কৃষিবিদ প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমানের ২৭ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষকতার পাশাপাশি ২৫টি বই ও প্রায় তিন শতাধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। তার তত্ত্বাবধায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপসচিব, বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন কর্ণেল, ১ জন লেফটেনেন্ট কর্ণেল ও ২ জন মেজর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতা ও ২ জন বিদেশীসহ প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী গবেষণা করেছে। কৃষিবিদ প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক ও ২ বার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন । বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের জেষ্ঠ্যতম ও সিলেকশন গ্রেড প্রফেসর হিসেবে কর্মরত। এছাড়া তিনি শহীদ সোহরাওয়ার্দী হলের হল ছাত্র সংসদের কোষাধ্যাক্ষ ও ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আরও খবর