রংপুরের পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বাৎসরিক সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া। এতে ব্রাহ্মণীকুন্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানকে সভাপতি ও নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ শামসুদ্দোহা চঞ্চলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ও উপজেলার ৯ইউনিয়নের ৯জন প্রতিনিধির নাম ঘোষণা করা হয়। পরে তাদের শপথবাক্য পাঠ করান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলম, জেএন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, চৌধুরাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ডালিম, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, অন্নদা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনূর আলম, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাজ্জাক প্রমুখ।
এর আগে কুরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন এবং অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।