রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের উত্তর লামুয়া সড়কে প্রাইভেট কারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুুুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ফাহিমা আক্তার চম্পা (৪০)। তার স্বামীর নাম জসিম উদ্দিন। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী। নিহত নারী দুই কন্যা সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত নারী শ্রীমঙ্গল শহরের চক্ষু বিশেষজ্ঞ এক চিকিৎসকের চেম্বার থেকে চিকিৎসা নিয়ে সিএনজি যোগে নিজ বাড়ি কালাপুরস্থ লামুয়া এলাকায় ফিরছিলেন। গাড়ি থেকে নেমে লামুয়া সড়কে (কালাপুর মেরিগোল্ড পেট্টল পাম্প সংলগ্ন) রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। সাদা রঙ্গের প্রাইভেট গাড়ির (ঢাকা মেট্রো-গ ১২-৬৭৮১)।
এসময় স্থানীয়রা আহদ নারীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিক সিলোট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মারা যান।
এদিকে এ দূর্ঘটনার সংবাদ শুনে তাৎক্ষণিক স্থানীয়রা নোয়াগাঁও এলাকায় বেরিকেড দিয়ে কার গাড়িটিকে আটক করেন। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম নোয়াগাঁও এলাকা থেকে গাড়ি ও চালকসহ দুইজনকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাতক চালক শ্রীমঙ্গল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আহমদ রিগেন। তিনি বলেন, আমার খালাম্বা সোমবার রাতে উত্তর লামুয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে কারের ধাক্কায় গুরুতর আহত হন। পরে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহতের মরদেহ কিছুক্ষণ আগে সিলেট থেকে শ্রীমঙ্গল থানায় আনা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে নিহতের পরিবার নিশ্চিত করেছে।
বিষয়টি নিশ্চিত করে গাড়িসহ ঘাতক চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
১ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ৩২ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে