লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

এআই ও মেশিন লার্নিং ডেইরি খামারে প্রাণীর রোগ নির্ণয়ে বিপ্লব ঘটাবে : প্রফেসর সিদ্দিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-02-2025 09:43:38 am

ছবি: দৈনিক দেশচিত্র

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের বৃহৎ ডেইরি খামারগুলোর মধ্যে সংক্রামক রোগগুলির সংক্রমণের ঝুঁকিপূর্ণ কারণগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করা সম্ভব। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও মেশিন লার্নিং (ML) রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে, যেখানে রোগ শনাক্তকরণ, বিশ্লেষণ ও চিকিৎসায় নতুন মাত্রা যোগ হয়েছে। AI প্রযুক্তি বিশাল পরিমাণ ডেটা দ্রুত ও নির্ভুলভাবে বিশ্লেষণ করতে সক্ষম, যা চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এ উন্নতি শুধুমাত্র নির্ণয়ের নির্ভুলতা বাড়াচ্ছে না বরং আগেভাগে রোগ শনাক্তকরণ ও ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনাকেও সহজ করছে। 


এই গবেষক আরো বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো প্রাণীর চিকিৎসা ক্ষেত্রে আমরা "SMOTE" উইকা ফিল্টার প্রয়োগ করেছি। AI/ML প্রযুক্তি ব্রুসেলোসিসের ঝুঁকিপূর্ণ কারণ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যকরী উপায় প্রদান করতে পারে, যা বাংলাদেশে ব্রুসেলোসিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে জাপান সোসাইটি ফর দি প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এবং বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এই কথা বলেন তিনি।


গত রবিবার(২৩ ফেব্রুয়ারি) ‘Innovating for a Sustainable Future: Harnessing Science and Technology to Tackle Emerging Challenges’ শীর্ষক শিরোনামে দিনব্যাপী সিম্পোজিয়ামের ৫টি টেকনিক্যাল সেশনে বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন করেন। ফিসারিজ ও লাইভস্টক টেকনিক্যাল সেশনে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়াল জুনোটিক রোগ ব্রুসেলোসিস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা গবেষক ও প্রফেসর ড মো সিদ্দিকুর রহমান এই কথা বলেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি অধ্যাপক ড. এম আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার তাকাহাশি নাওকি এবং ব্যাংককের জেএসপিএস আঞ্চলিক কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. ওতানি ইওশিয়ো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম। সিম্পোজিয়াম আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইয়ারুল কবীর ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন শুভেচ্ছা বক্তব্য রাখেন।


প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উদীয়মান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং জাপানের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


টেকনিক্যাল সেশন শেষে বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে অ্যালামনাই সদস্যরা অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্য-পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।


প্রসঙ্গত, প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের মেডিসিন বিভাগের একজন সিলেকশন গ্রেড (গ্রেড-১) অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বর্ণপদক এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্স স্বর্ণপদকসহ তিনটি স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়াও, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালের সেরা প্রকাশনা পুরস্কার লাভ করেন। তিনি দক্ষিণ কোরিয়ার চনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল স্কুল থেকে এক বছর মেয়াদি আন্তর্জাতিক ফেলোশিপ গবেষণা কোর্স (IFRC) সম্পন্ন করেন এবং এরপর ২০০৩ সালে চনবুক ন্যাশনাল ইউনিভার্সিটির ভেটেরিনারি মেডিসিন কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (USDA) এর নরম্যান ই. বরলগ ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলো (বরলগ ফেলো/ইউএসডিএ ফেলো) হিসেবে কাজ করেছেন। তিনি ল্যাটিন আমেরিকা, জার্মানি, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় (প্রতিটি দেশে দুইবার) মোট ৮টি পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। পাশাপাশি ২৪টি বই ও প্রায় ৪০০টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল, একাডেমিক সম্মেলন, দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জার্নাল অব ভেটেরিনারি মেডিসিন-এর সহযোগী সম্পাদক এবং ব্রুসেলোসিস, গ্ল্যান্ডার্স, মেশিন লার্নিং, নিওস্পোরোসিস, কিউ ফিভার, বোভাইন ভাইরাল ডায়রিয়া (BVD) এবং প্যারাটিউবারকুলোসিস নিয়ে গবেষণা করছেন।

আরও খবর