রংপুরের পীরগাছা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ২টা ৪৫মিনিটে তার নিজবাড়ি পশ্চিমদেবু গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন হতে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, দীর্ঘদিনের সহযোদ্ধা, ব্যবসায়ী ও শুভাকাঙ্খীরা গভীর শোক প্রকাশ করেন্। তার নামাজে জানাযা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় তার নিজবাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার।