১০ ডিসেম্বর জাতীয়তাবাদ দল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুরান ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ছাত্রলীগ কর্মীরা জড়ো হতে থাকে। এরপর জুমার নামাজের পর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে ক্যাম্পাস ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে রায়সাহেব বাজার পযর্ন্ত শোডাউন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের পথ মসৃণ রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রাজপথে থাকবে। বিজয়ের মাসে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকায় কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সতর্ক অবস্থানে থাকবে।
সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, গত ৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকাকে অস্থিতিশীল করার জন্য বিএনপি নেতা ইশরাকের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা অপচেষ্টা করলে তা রুখে দিয়েছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ সকল প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সকাল থেকেই প্রধান ফটকে নিরাপত্তাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারী নিশ্চিত করা হয়। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ এবং সন্দেহ হলে জিজ্ঞাসা করে শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
৫ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে