নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ১২ মার্চ ২০২৫ই ১০.৩০ মিনিটে বাংলাদেশ আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই স্লোগানে সারাদেশে সকল ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক অলিউল্লা বাহার, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি ও ঢাকা সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ঢালী মোঃ সুমন মাস্টার তিনি বক্তব্যে বলেন, সেই ৮ বছরের শিশু বাচ্চা আছিয়াকে এমন নির্মম ভাবে ধর্ষন করেছে বোনের জামাই ভাসুর ও তার শশুর এদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে কিন্তু সেখানে আদালত থেকে রায় এসেছে ১৮০ দিন পরে বিচারের রায় ঘোষণা করা হবে, মানবাধিকার কমিশন জানতে চায় সারা বাংলাদেশ জানে এই ৮ বছরে শিশু ধর্ষনের কথা তারপর ও কেনো ১৮০ দিন সময় লাগবে আমারা বাংলাদেশ মানবাধিকার কমিশন চাই ৯০ দিনের মধ্যে প্রকাশে আসামীর ফাঁশি চাই। আর যদি এ না হয় আমরা মানবাধিকার কর্মীরা এ থেকে আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
এসময় আরো বক্তব্য রাখেন রূপগঞ্জ আঞ্চলিক শাখার সদস্য নুর মোহাম্মদ, মুড়াপাড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ সজিব মিয়া, ভুলতা ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ আল-আমিন
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার প্রেস ও প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য মোঃ ফরহাদ আহামেদ রনি ও স্থানীয় এলাকা বাসি।