রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘এমদাদুল উলূম ক্বওমী মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) মাদরাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলীর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম সাঈফির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, মাদরাসার সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার রানা, মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ইউসুফ আলী, হাফেজ আবু সুফিয়ান, সাইফুল ইসলাম, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন ও পরিচালক আসাদুজ্জামান আল-আমিন সহ আরও অনেকে।
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতির জন্য বিগত দিনের ন্যায় এবারও যাকাত, ফেতরা, কাফফারা, মৌসুমী ফসল, কোরবানির চামড়া সদকায়ে জারিয়া হিসেবে দান করার জন্য বলা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা-সাধারণ সঞ্চয়ী হিসাব, অগ্রণী ব্যাংক, পীরগাছা শাখা-অনলাইন-০২০০০০৭৩৭৫১২৬, একাউন্ট-১০৫৩১, লিল্লাহ বোর্ডিং সঞ্চয়ী হিসাব ইসলামী ব্যাংক, রংপুর শাখা-২৮৬৭৩।