পবিত্র রমজান ও ঈদ উল ফেতরকে সামনে রেখে আইন শৃংখলা রক্ষায় আশাশুনি থানা পুলিশ বিশেষ মহড়া প্রদর্শন করেছে। সোমবার সকালে এ মহড়া প্রদর্শন করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেনের নেতুত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ ওয়াদুদ, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তুষার কান্তি মাহাতো পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের সাথে নিয়ে থানা চত্বর থেকে মহড়া শুরু করেন। সকাল ৮ টায় মহড়া শুরু করে শোভনালী, বুধহাটা, কুল্যা, কাদাকাটি, বড়দল, খাজরা ইউনিয়ন হয়ে আশাশুনি ইউনিয়নে গিয়ে শেষ হয়। মহড়া চলাকালে বিভিন্ন বাজার, সড়ক, গুরুত্বপূর্ণ স্থানে হর সাধারণের উদ্দেশ্যে কথা বলেন।