নীলফামারী জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাকের সাথে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন নবাগত জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক। পরে, সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
মতবিনিময় সভা শেষে হাসপাতালের নতুন সংযোজন হিসেবে ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন নবাগত জেলা সিভিল সার্জন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেখানে নবাগত জেলা সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।