শার্শায় ৪২ বোতল ফেনসিডিল সহ মাদক আটক০১
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ বিল্লাল হোসেন(৪২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১৮ মার্চ) সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ছোট মান্দারতলা নামক স্থান থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক বিল্লাল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ছোট মান্দারতলা এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে ৪২ বোতল ফেনসিডিল সহ আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।