তাওবা
~ কাজী আরিফ
◾◾◾
হে রহীম রহমান-
ফরিয়াদ করিতেছি বান্দা তোমার হইয়াছি নাফরমান।
কলুষিত রুহ করেনি কখনো তোমার গুণগান
আমি এক পাপী প্রাণ, বান্দা নাফরমান।
আমি শুনিয়াছি, হইলে নাফরমান-
আজরাইল আসিয়া দেখাইবে না তারে কোনো রুপ সম্মান;
কবর হইতেই হইবে শুরু আজাবে জাহান্নাম।
আমি তোমার আশ্রয়প্রার্থী, বান্দা নাফরমান।
আমি আরও শুনিয়াছিলাম-
করিলে তাওবা, কি তার সম্মান!
চাহিলে ক্ষমা, মানিলে বিধান বেড়ে যায় তার মান
তুমিই হচ্ছো সর্বশ্রেষ্ঠ, সারা জাহানের একক অধিপতি আর-রহীম রহমান!
আমি এক জালিম বান্দা, আমি বান্দা নাফরমান।
শুনিয়াছি তোমার শান,
মধ্যরাতে খুলিয়া দ্বার, অপেক্ষা করো বান্দার।
কে আছে পাপী, কে আছে জালেম, কে চাহে ক্ষমা বারবার।
ফরিয়াদ করিয়া তাওবা করিলাম, হাজির হইয়া তোমার দরবার।
১৪ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২১ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
২৫ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
২৬ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
২৬ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৭ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
২৮ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
২৯ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে