নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসচাপায় নারী নিহত, যুবক আহত শ্রীমঙ্গলে পৌর স্যানিটেশন অবস্থা পরিদর্শন ওয়াশ এর ওপর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কর্মশালা নন্দীগ্রামে কর্মজীবী মানুষের মাঝে ইফতার নিয়ে ছাত্রদল নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফএর চাল বিতরণ লালপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বাঘায় ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা আহত-৫ বাকৃবির ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মহম্মদপুরে ভোক্তা অভিযানে দুই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা গাছের চূড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নামালো ফায়ার সার্ভিস বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সাত বছর পরিবেশ উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, পুতুলের নামে মামলা সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার শ্রীমঙ্গলে ভেজাল মসলা কারখানায় প্রশাসনের অভিযান, অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ভাসমান গুদামের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান শুরুঃনৌপথে চেকপোষ্ট গোয়ালন্দ মোড়ে এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শৈলকুপায় প্রবীণ হিতৈষী সংঘের ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁয়ে অপহৃত কলেজ ছাত্রের লাশ উদ্ধার , মুক্তিপণ দিয়েও জীবিত পেল না সন্তান

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে ১৬ হুথি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-03-2025 08:59:50 am

ইয়েমেনে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) গভীর রাতে প্রাণহানির এ তথ্য জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।


সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।


এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাতজন নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়।


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুথিদের বিরুদ্ধে “বড় আক্রমণ” চালানোর নির্দেশ দিয়েছেন।


হুথিদের প্রতিবেদন অনুসারে, সে সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত — আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে — যার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছের। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।


চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।


এদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হুথি পরিচালিত সংবাদ চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান চালিয়েছে, জাবিদে একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে।


লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইরান-সমর্থিত এ গোষ্ঠীর ইসরায়েলি-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে অভিযানের প্রতিক্রিয়ায় সপ্তাহান্তে হুথিদের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করার পর থেকে টানা পঞ্চম রাতে ইয়েমেনে মার্কিন সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল।


সংঘাত-বিধ্বস্ত দেশটিতে নতুন করে সহিংসতার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় মার্কিন হামলায় এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।


মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে হুথিদের বিরুদ্ধে “২৪/৭ অভিযান” চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে তাদের সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেনি সেন্টকম।

আরও খবর