আসন্ন ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে শেরপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ১৯ মার্চ বুধবার অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় শহরের ঈদগাহ মাঠে সকাল ৯ ঘটিকায় ঈদের প্রধান জামাত তেরাবাজার মাদ্রাসার মোহতামিম মাও. সিদ্দিক আহমেদের ইমামতিতে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এছাড়াও ঈদের সময় শহরের যান ও জনজট নিরসনে ট্রাফিকিং ব্যবস্থা সমন্বয়, পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রবণতা রোধ, ট্রাকে করে সাউন্ডবক্স নিয়ে বাদ্যবাজনা ও ডিজে পার্টিরোধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ০ মিনিট আগে
৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ ঘন্টা ৩ মিনিট আগে