ভোলায় যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।।
যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ভোলায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দ্বীপজেলা ভোলার শিবপুর, মুন্সিরহাট এলাকায় যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী পেয়ে দরিদ্র পরিবারের সদস্যরা অনেক আনন্দ প্রকাশ করেন।
যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের প্রতিনিধি এম এন মেহেদী হাসান বলেন, তারা চেষ্টা করেছেন দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে এবং ভবিষ্যতে তারা এরকম সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিষদের পক্ষ থেকে সিদ্দিকুর রহমান বলেন, যুবশক্তি ব্লাড ফাউন্ডেশন ভোলায় এভাবেই সবসময় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এম এন মেহেদী হাসান, মামুন কাপ্তান, ইউসুফ আদনান, বাপ্পি সিকদার, পারভেজ, সুমাইয়া আক্তার।