ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা।
শুক্রবার (২১শে মার্চ) পবিত্র জুম্মার নামাজ শেষে উপজেলা শহরের বাটার মোড় থেকে ডোমারের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, তরুণ ইসলামিক আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম আরেফী, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ হোসেন প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য অর্নব আহমেদ আলিফ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, শান্তিচুক্তি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। যা বিশ্ব মানবতার জন্য হুমকি স্বরূপ।