স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২শে মার্চ) বিকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল হাকিম, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, সেক্রেটারী মাওলানা মোঃ রবিউল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সোহেল রানা, সাবেক সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক পৌর কাউন্সিলর মোঃ দেলাওয়ার হোসেন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় দেশের সমসাময়িক রাজনীতি বিষয়ে আলোচনা করা হয়। পরে, দেশের সার্বিক শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।