ডোমারে 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশে সকল স্বেচ্ছাসেবীদের সুস্থ্যতা সহ মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক বিতরণ উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী' -এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে মার্চ) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন- সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহেল রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন- মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মারুফ প্রামাণিক সুজন, সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিক, মোঃ আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, গোমনাতী মহাবিদ্যালয়ের প্রভাষক লিটন ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, কৃষক দলের সহ-সভাপতি রাকিব হাচান, সফিকুল ইসলাম সাবলু, ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর উপদেষ্টা বাবুল ইসলাম, মোঃ মফিজার রহমান মানু, শাহজাহান সরকার শাওন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন- মির্জাগঞ্জ হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ রাকিব ইসলাম।