বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা-ভবানীপুর সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।
গতকাল শনিবার (২২ই মার্চ) বিকেল সাড়ে ৩টায় শেরুয়া বটতালা বাজার এলাকায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ও সংগীয় ফোর্স। শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারি জায়গা দখল করা ঠিক না, আগে থেকে নোটিশ দেওয়ার পরও না ভাঙ্গায় স্থাপনাকারীদের প্রতি ক্ষোভ জানান তারা।
সহকারি কমিশনা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি।কেউ অবৈধভাবে সরকারি জায়গা দখল করতে পারবে না। সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা দখল করে করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। সরকারি জায়গা দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের সরকারি জায়গা দখল না করার আহ্বান জানিয়েছেন।
৩১ মিনিট আগে
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে