ক্ষেতলালে কাফি হত্যাকান্ডের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চিলমারীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বিল্লাল ডাকাত আটক শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কারাগারে ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত ২ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান ডোমারের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেপ্তার সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা এইড দিবস উপলক্ষে নানা কর্মসূচি জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীকে ছাত্রদলের মারধর: বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজ ছাত্র নাঈম নিহত ঐকমত্য কমিশনের লক্ষ্য জাতীয় সনদ তৈরি: আলী রীয়াজ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ পবিপ্রবিতে ভিএসএ-র আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা পালিয়ে বেড়াচ্ছে ইবি কর্মকর্তা নবীর কটুক্তিকারী, উত্তপ্ত ইবি ঝিনাইদহ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ আজ খান সাহেবের ৪১ তম মৃত্যু বার্ষিকী আমার দেশ পাঠক মেলার আয়োজনে নাগেশ্বরীতে মানববন্ধন কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ সম্পন্ন লাখাইয়ের আগাপুর হরিনাকোনার কাঁচা রাস্তার বেহাল দশা, চলাচলের জনভোগান্তি।

সুন্দরবনের শাপলারবিলের আগুন সম্পূর্ণ নিভে গেছে পর্যবেক্ষণ থাকবে আরো

ছবি সংগৃহীত


পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন নিভে গেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে কোথাও নতুন করে কোনো আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়নি। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার পুরো এলাকা ঘুরে ঘুরে দেখছে। আগুন লাগার স্থানের লতাপাতার নিচেই কোথাও চাপা আগুন রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রেখেছে বনবিভাগ। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুনের এলাকা পর্যবেক্ষণে রাখবে বনবিভাগ। নতুন করে আগুন দেখা না গেলে আজই আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করবে বনবিভাগ।

সোমবার (২৪ মার্চ) রাতভর জোয়ারের পানি তুলে ছিটানোর কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম।

তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন অন্তত চার একরজুড়ে ছড়িয়েছে। এই এলাকার লতাগুল্ম বলা জাতীয় গাছপালা পুড়ে গেছে। গত শুক্রবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগলে তা নেভানোর কাজ চলার মধ্যে রোববার দুপুরে একই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় আগুন লাগার খবর আসে। রোববার রাত থেকে ফায়ার সার্ভিস ও বনবিভাগ আগুন নেভানোর কাজ শুরু করে।

রোববার রাত থেকে সুন্দরবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট একযোগে কাজ শুরু করে। নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কেটে দেয় বনবিভাগ ও গ্রামবাসী।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম মঙ্গলবার সকালে বলেন, সোমবার সন্ধ্যায় মরা ভোলা নদীতে জোয়ার আসলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বনের আগুনে পানি ছিটানোর কাজ শুরু করে। গভীর রাত পর্যন্ত পানি ছিটানো হয়। পর্যাপ্ত পানি পাওয়ায় আগুনের পুরো এলাকা ভেজানো গেছে। যার কারণে আজ সকালে নতুন কোথাও আগুনের চিহ্ন দেখা যায়নি। বলা যায় আগুন নিভে গেছে। বনের আগুন যেহেতু মাটির নিচ থেকে ছাড়ায় সেকারণে আমরা এখনই পানি ছিটানোর কাজ বন্ধ করছি না। ওই এলাকা পর্যবেক্ষণে রেখেছি। দুপুর পর্যন্ত পর্যবেক্ষণে রাখব। নতুন আগুন না থাকলে দুপুরে পরে আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কাজ সমাপ্তি ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন এই বন কর্মকর্তা।

তিনি আরও বলেন, তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুনে লতাগুল্ম জাতীয় বলা গাছ পুড়ে গেছে। এখানকার আগুনের বিস্তৃতি চার একরের মতো হবে। বনের পৃথক দু’টি আগুনের ঘটনা তদন্ত করতে দু’টি কমিটি আগুনের সূত্রপাত ও বনভূমির ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণের কাজ শুরু করেছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর তা জানানো হবে।


আরও খবর