রংপুরের পীরগাছায় ইক্বরা ইসলামিক যুব সংগঠনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার পবিত্রঝাড় (ফড়িংগাপাড়া) জামে মসজিদ চত্ত্বরে এ সংগঠনের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল।
মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক আব্দুল হালিমের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন পাওটানাহাট জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম, দ্বিতীয় আলোচক আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশনের পরিচালক আসাদুজ্জামান আল-আমিন, তৃতীয় আলোচক ছিলেন দক্ষিণ দেউতি জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মসজিদের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম, পবিত্রঝাড় মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুজ্জাহের, দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন, কাজী আজিজুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ডা. জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুল আখের, পবিত্রঝাড় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আলী সহ আরও অনেকে। পরে মাওলানা আনোয়ারুল ইসলামের দোয়া শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।