ডোমারে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে মার্চ) বিকালে ডোমার ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।
এসময় বক্তব্য রাখেন- ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, ডোমার উপজেলা সহ-সভাপতি মোঃ ওসমান গণি দুলাল, মোঃ আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান তুলু, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব প্রভাষক মোঃ রইসুল আলম, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে বিএনপি সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় নীলফামারী-১ আসনে জিয়া পরিবারের অন্যতম সদস্য ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। শেষে, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।