রংপুরের পীরগাছায় অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ‘আলোকিত নাপাইচন্ডির’ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) উপজেলার চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একশ জন গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেন তারা।
‘আলোকিত নাপাইচন্ডির’ প্রধান অ্যাডমিন ও যমুনা ব্যাংকের এভিপি কেএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অ্যাডমিন ও ক্রিয়েটিভ পেপার মিলের সহকারী ব্যবস্থাপক (কিউ.এ.ডি) খাইরুল মোস্তাকিম সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।
হৃদয়ে চন্ডিপুরের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ‘আলোকিত নাপাইচন্ডির’ সহকারী অ্যাডমিন ও মেটলাইফের ফিনান্সিয়াল এসোসিয়েট মো. আক্তারুজ্জামান রিক্ত, স্বপন মিয়া, ব্যবসায়ী মজনু মিয়া, নুর আলম ও আহসান, রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, নোবেল রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক আল-আমিন ও রেজাউল করিম উজ্জ্বল, রেজাউল করিম, সুমন আকন্দ সহ আরও অনেকে।
পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মনুরছড়া জামে মসজিদের খতিব মাওলানা মোজহারুল ইসলাম রঞ্জু।