কারিতাস টেকনিক্যাল স্কুল (সিটিএস), হালুয়াঘাট ময়মনসিংহের আয়োজনে স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সীডস প্রকল্পের টিভেট প্রশিক্ষণার্থীদের মাঝে ১০ এপ্রিল বৃহস্পতিবার সনদ বিতরণ এবং জব মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আলীনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণ আরএফএফ গ্রুপ এইচআরএম সাব-এসিসটেন্ড ম্যানেজার দেবাশিষ সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে কারিতাস কেন্দ্রীয় অফিস জব প্লেসমেন্ট অফিসার মি. নোটন জে রডিক্স, পিও (ইআই) মো. ওসমান গনি, টিও মি. তমাল মৃ, হালুয়াঘাট কারিতাস টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মি. রানা স্নাল। পরবর্তীতে জব মেলা অনুষ্ঠিত হয়। জব মেলায় প্রাণ আরএফএফ গ্রুপ-এর প্রতিনিধির নিকট ৫০ জন টিভেট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর বায়োডাটা জমা প্রদান করা হয়। বায়োডাটা যাচাই বাছাই করে মোট ৪০ টিভেট প্রশিক্ষণার্থীদের চাকুরির জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত ৪০ জনকে বাস ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় নিয়ে যাওয়া হয় প্রাণ আরএফএল গ্রুপে যোগদানের জন্য।
১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে