মাগুরা জেলা যুবদলের অন্যতম সদস্য মিরান হত্যা মামলার মূল আসামিদের রক্ষা করতে ও এই চাঞ্চল্যকর হত্যা মামলা অন্য দিকে ধাবিত করতে শ্রীপুর উপজেলার বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে হয়রানি মূলক মামলায় আসামি করার অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী, ইউনিয়ন ও শ্রীপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৩ এপ্রিল) বেলা ১২ টায় আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ আশরাফুল আলম জোয়ার্দার, থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মিয়া মোঃ সমিরুল ইসলাম, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মজুমদার, সাবেক সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান।উপজেলা ছাত্রদল আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, মাগুরা জেলা যুবদলের অন্যতম সদস্য মিরান হত্যা মামলার মূল আসামিদের রক্ষা করতে এই চাঞ্চল্যকর হত্যা মামলা অন্য দিকে ধাবিত করতে শ্রীপুর উপজেলার বিএনপি সহ অন্যান্য দল মতের নেতাকর্মীদের হয়রানি মূলক মামলায় আসামি করা হয়েছে। আমরা সবাই এর সঠিক তদন্ত চাই। মূল আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু যাদেরকে প্রতিহিংসামূলক হয়রানিমূলক মামলায় আসামী করা হয়েছে তাদের নাম প্রত্যাহার করার দাবিতে এলাকাবাসী, ইউনিয়ন ও শ্রীপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মানববন্ধন।
উল্লেখ্য, শ্রীপুর উপজেলার নাকোল এলাকায় ঈদের আগের দিন (৩০ মার্চ) রাতে জেলা যুবদলের সদস্য মিরান হোসেন মল্লিক (৪৩) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় ৬ দিন পর শনিবার (৫ এপ্রিল) রাতে তিনি মারা যান।
২ ঘন্টা ১৯ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে