সারাদেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৪ এপ্রিল সোমবার সকালে বাঙালি জাতির ঐতিহ্যকে সামনে নিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২। বাংলা নতুন বছরের শুভাগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাঙালি জাতির বিভিন্ন ঐতিহ্যের প্রতীকসহ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাঙালি জাতির ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলার ও পান্তা ভাতের আয়োজন করা হয়।
৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে