◾ আন্তর্জাতিক ডেস্ক
দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোতায়েন করেছে রাশিয়া। সর্বশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দুটি ১১ হাজার কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের যেকোনো স্থানে আঘাত হানতে পারবে ইয়ারস নামের এই ক্ষেপণাস্ত্রগুলো। ইয়ারস আইসিবিএম একসঙ্গে একাধিক পারমাণবিক ওয়ারহেড বা বোমা বহনে সক্ষম।
মধ্য-রাশিয়ার কালুগা অঞ্চলের কোজেলস্ক ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র দুটি মোতায়েন করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি অবকাঠামোটির সাইলো বা অসঞ্চরণশীল লঞ্চারে স্থাপন করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ ডিসেম্বর) ক্ষেপণাস্ত্র দুটি লঞ্চারে স্থাপনের কাজ শেষ হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থাপনের দায়িত্ব পালন করেছে দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী।
আইসিবিএমের যে সংস্করণ দুটি মোতায়েন করা হয়েছে, তার দাপ্তরিক নাম আরএস-২৪ (ইয়ারস)। এটি দেশটির আরটি-২পিএম২ টপল-এম ডিজাইন থেকে তৈরি করা হয়েছে। এ ডিজাইনটি সোভিয়েত আমলের ইউআর-১০০এন আইসিবিএমের উন্নততর সংস্করণ। আরএস-২৪ প্রথম পরীক্ষা করা হয় ২০০৭ সালের মে মাসে। এটি অসঞ্চরণশীল বা সঞ্চরণশীল (মোবাইল) উভয় লঞ্চার থেকে ছোড়া যায়।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, কোজেলস্ক ক্ষেপণাস্ত্র অবকাঠামোর কমান্ডার আলেক্সি সোকোলভ এক বিবৃতিতে বলেছেন, ‘এই ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েনের অর্থ হলো, পরিকল্পনা অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলোকে যুদ্ধ পরিস্থিতির জন্য ব্যবহার করা হবে। মাতৃভূমি শিগগির পারমাণবিক অস্ত্রের আরেকটি নতুন সংস্করণ পেতে যাচ্ছে। এটি আমাদের দেশের যেকোনো কৌশলগত সমস্যা সমাধানের কাজে ব্যবহার করা যাবে।’
আসন্ন কৌশলগত রকেট বাহিনী দিবস উপলক্ষে আইসিবিএম দুটি মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাশিয়া টুডের (আরটি) একটি প্রতিবেদনে। ১৭ ডিসেম্বর কৌশলগত রকেট বাহিনী দিবস পালন করে রাশিয়া। এ দিন দেশটির সেনাবাহিনীর সাধারণ ছুটি।
ইউক্রেনে হামলার পর থেকে বারবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে আসছে রাশিয়া। তবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির শীর্ষ নেতারা এটাও স্পষ্ট করেছেন, মস্কো কোনোভাবেই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। রুশ ভূখণ্ড হামলার শিকার হলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে মস্কো। অন্যদিকে, রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে পাল্টা হুঙ্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
১৯ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে